কমলগঞ্জে অগ্নিদগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৭:২২:০৪ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনার শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়া অগ্নি˜গ্ধ হয়ে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকায় গত সোমবার মারা যান।
জানা যায়, গত ১২ এপ্রিল শনিবার ভোর রাতে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার উপজেলা চৌমুহনাস্থ বসতবাড়ীতে আগুন লেগেছিল। আগুনের তাপে দুরুদ মিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জ্বলন্ত ঘরের ছাদ তার উপরে আছড়ে পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিকায় সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
দুরুদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী জানান, অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকায় বিকাল ৩টায় আমার বাবা মারা যান। মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা শাহী ঈদগাহ সাঠে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।