দোয়ারায় বালুসহ পিকআপ জব্দ, ১ জনকে কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৭:১২:৪৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো: হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রায় ৫৫ ঘনফুট বালু ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়, যা বর্তমানে দোয়ারাবাজার থানার হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ বলেন, পরিবেশ ও নদী রক্ষা আইন অনুযায়ী এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।