মৌলভীবাজারে বর্ষবরণ উৎসব
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৭:১৭:১২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে বাংলা নববর্ষ ১৪৩২কে বরণ করলো স্থানীয় বাংলাভাষীসহ পাহাড়ী বিভিন্ন শ্রেণী পেশার আদিবাসীগণ।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জড়ো হন হাজারো মানুষ। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করে শিশু শিল্পীরা। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন ও পুলিশ সুপার এমকেএইচ মোঃ জাহাঙ্গীর হোসেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় শহীদ মিনারস্থ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, পুলিশ সুপার এমকেএইচ মোঃ জাহাঙ্গির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করীম ময়ূন, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা মনোয়ার আহমেদ রহমান, আব্দুল মতিন বক্স, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, সাবেক সম্পাদক এসএম উমেদ আলী ও প্রেসক্লাব সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ প্রমূখ।