সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৭:২৫:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও হাসপাতাল চালু না করায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজের হৃদপিন্ড বা হার্ট হলো হাসপাতাল। অথচ মেডিকেল কলেজে নেই হাসপাতাল। আমরা ওয়ার্ড ক্লাস, আউটডোরের কাজ, প্র্যাকটিক্যাল, সার্জারির কাজ শিখতে পারিনা। কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন হসপিটাল চালু করেছেন। সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করে দেয়া হোক।
এসময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয়দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন চলবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস, মো. ইব্রাহীম, পৃথ্বীরাজ চৌধুরী, তাহরিম আক্তার, সায়মা আক্তার রিমা, সানজিয়া তাবাসসুম মাইসা প্রমুখ। এসময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।