কানাইঘাটে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৯:০২:০৭ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটে নানা আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।
শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক জীবন ধারাকে ধরে রাখতে সবার প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে শফিকুল হক মেমোরিয়াল এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অপরদিকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে।