সুরমা আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৬:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মোঃ রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)। তাদের কারোর ঠিকানা জানায়নি পুলিশ।
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতের কোতোয়ালী মডেল থানার সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে নারী-পুরুষকে গ্রেফতার করে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।