সিলেটে কোটি টাকার চোরাই পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৬:০৭:৫৮ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে কোটি টাকা মূল্যের অবৈধপথে আসা ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যাওয়ায় উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় একটি বাড়ীতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবি। ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর মো: নুরুল হুদা এবং সেনাবাহিনীর ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জায়াউল ইহসান চৌধুরীর নেতৃত্বে যৌথবাহিনী বাড়ীটি থেকে ৩০টি বড় ও মাঝারী আকারের কার্টুন উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া কার্টুনগুলো থেকে ভারতীয় পণ্য নেভিয়া সফট ক্রিম ৫০ মিলি, সানসাইন ক্রিম, স্কিনব্রাইট ক্রিম ও ক্রপ-জিসহ বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা সমপরিমাণ।
আটক হওয়া পণ্য সামগ্রী অভিযান পরবর্তী সময়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় আটক হওয়া পণ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।