জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৬:০২:১৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সিলেট বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে সভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জাতীয় ভোক্তা অধিকার সুনামগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দেবানন্দ সিনহা।
এতে সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী। সাংবাদিকদের মধ্যে তাজ উদ্দিন আহমদ, মো.শাহজাহান মিয়া, হুমায়ূন কবির, শাহ ফুজায়েল আহমদ। রাজনীতিক ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন। আলেম-ওলামাদের মধ্যে মাওলানা জুবায়ের আহমদ। ব্যবসায়ীদের মধ্যে জালাল উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তৃষা ইসলাম।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, ব্যবসায়ী মোস্তফা মিয়া, আবদুল জব্বারসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।