অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৫:৫৭:২৬ অপরাহ্ন
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় (বালক-বালিকা) বাছাই করার লক্ষ্যে ‘অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি-২০২৫ (সিলেট জেলা)’ বুধবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১০টি ডিসিপ্লিনে (হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, কাবাডি, ভারোত্তোলন, সাইক্লিং, জিমন্যাষ্টিকস্, জুডো, দাবা ও ক্রিকেট) স্থানীয় পর্যায়ের দক্ষ প্রশিক্ষকগণের তত্ত্বাবধানে প্রতিভা অন্বেষণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য এমরান আহমেদ চৌধুরী, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও আবুল ফজল মোহাম্মদ ইয়াহইয়া।
প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হান্ডবল, ভলিবল ও কাবাডি কোচ দীপাল কুমার সিংহ, শিপ্রা দে ও সোনালী আক্তার, জিমন্যাষ্টিকস্ ও জুডো কোচ মাসুদ রানা ও ওয়াহিদ মিয়া, দাবা কোচ আসাদুজ্জামান আহাদ, বাস্কেটবল কোচ শাহজাহান আলী, ক্রিকেট কোচ পলাশ কর, নাসির উদ্দিন ও অনিক ও সাইক্লিং কোচ হাসান আল শামসুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি