বড়লেখায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৮:১৫:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে মানবপাচার ও সন্ত্রাস বিরোধী আইনের পৃথক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। এরা হচ্ছেন উপজেলার খলাগাও গ্রামের আব্দুল খালিকের ছেলে লুৎফুর রহমান ও মুছেগুল গ্রামের আছার উদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা আবু সাঈদ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, ৫ এপ্রিল দুই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ভারত পাচারের অভিযোগে থানায় দায়েরকৃত মানব পাচার আইনের মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি লুৎফুর রহমান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শ্লোগান ও দেয়াল লেখনের অভিযোগে ১২ এপ্রিল সন্ত্রাস বিরোধী আইনে থানায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি ছাত্রলীগ নেতা আবু সাঈদকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।