চীনের সাথে সম্পর্ক আরও গভীর করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ: আনোয়ার ইব্রাহিম
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৮:২৫:৩৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, চীনের সাথে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ নতুন প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।আনোয়ারের মতে মালয়েশিয়া চীনকে কেবল ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশীই নয় বরং দেশগুলির মধ্যে গভীর আস্থা এবং দীর্ঘস্থায়ী সহযোগিতার প্রতিফলনকারী ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবেও দেখে। বুধবার সেরি পেরদানা কমপ্লেক্সে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার তার বক্তব্যে এসব কথা বলেন।
শি এবং তার প্রতিনিধিদল মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছান। যেখানে আনোয়ার তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং জাতীয় শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতি একাডেমি (আসওয়ারা) কর্তৃক একটি সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করেন। এরপর অতিথি বইয়ে স্বাক্ষর পর দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ডঃ আহমেদ জাহিদ হামিদি এবং ফাদিল্লাহ ইউসুফ উপস্থিত ছিলেন।
এই সফরটি ছিল চীনা রাষ্ট্রপতির এই বছরের প্রথম রাষ্ট্রীয় সফর সিরিজের অংশ, যার মধ্যে ভিয়েতনাম এবং কম্বোডিয়াও রয়েছে।