ছাতকে সিবিএ সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৮:২৭:০৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ’র সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের নোয়ারাই-ইসলামপুর গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র।
মোঃ আব্দুল কুদ্দুছ ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ’র সভাপতি, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিআইসি’র শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি।বুধবার বেলা সাড়ে ১১ টায় ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. সিকান্দর আলী, এসআই মোহাম্মদ সাদেক, এসআই রেজাউল করিম, এসআই মো. রাহিম মিয়া, পিএসআই বিন-আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মো. তোলা মিয়া বিশেষ অভিযান পরিচালনা করে নোয়ারাই- ইসলামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।