গোয়াইনঘাটে কৃষি যন্ত্রপাতি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৯:১৪:৫৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে কৃষক গ্রুপের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফ্রিপ প্রজেক্টের আওতায় এই ষন্ত্রপাতি বিতরণ করা হয়।বুধবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি কর্মকর্তা রায়হান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ইউএনও রতন কুমার ৬ কৃষকদলের হাতে বেডপ্লান্টার মেশিন তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, এইও ইন্দ্রজিত ভৌমিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মিনহাজ উদ্দিন। এই যন্ত্র দিয়ে জমিচাষ, বীজবপন, নিড়ানির কাজ করা যাবে। ৭০% ভর্তুকিতে উপজেলার ১০৮ কৃষকদলের মধ্যে ৬টি দলকে এই কৃষিযন্ত্র প্রদান করা হয়।