শাহী ঈদগাহে কলেজ ছাত্র খুন : নেপথ্যে মাদকের দ্বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৯:২৬:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে মাদক নিয়ে দ্বন্ধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের নাম তুষার আহমদ চৌধুরী (২১)। সে নগরীর রায়নগর এলাকার শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে। এদিকে খুনের সাথে জড়িত থাকায় পুলিশ মঙ্গলবার রাতেই জাবেদ আহমদ নামের এক তরুণকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে গ্রেফতার করে। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে ময়নাতদন্ত শেষে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নিহত তুষারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা ২টার দিকে নিহতের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এসময় তার স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে।
জানা গেছে, নিহত তুষার আহমদ চৌধুরী মদন মোহন কলেজের ছাত্র। সে মাদক সেবন করতো এবং মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলেও অভিযোগ রয়েছে। আগে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও জুলাই আন্দোলন থেকে সে নিরব হয়ে যায়। ৫ আগস্টের পরে তাকে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরব থাকতে দেখা গেছে। এমনকি তুষারের বিরুদ্ধে কয়েকজন ছাত্রলীগ নেতার কাছে মামলা ও গ্রেফতারের হুমকী দিয়ে চাঁদা দাবীর অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট প্রতিবেদকের হাতে রয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহত তুষার ও খুনী জাবেদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে তুষার ২/৩ জন বন্ধুর সাথে ঘটনাস্থলে বসে আড্ডা দেয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তাদের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে ছুরিকঘাতে খুন হন তুষার। ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে ও ঘটনায় গ্রেফতারকৃত জাবেদ আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুধবার সকালে এসএমপির এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যাকা-ে জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।