ওসমানীতে রোগীর স্বজনদের জন্য বিশেষ পাসকার্ড চালু
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ৯:৩১:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর স্বজনদের জন্য বিশেষ পাসকার্ড চালু করা হয়েছে। হাসপাতালের কাউন্টার থেকে ১৫০ টাকায় (ফেরতযোগ্য) রোগীর সাথে থাকা স্বজনরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন। হাসপাতালে অতিরিক্ত লোক সমাগম নিয়ন্ত্রণ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।
তিনি জানান- হাসপাতালের ইনডোরে রোগীর সঙ্গে থাকা অতিরিক্ত এ্যাটেডেন্টের চাপে সেবা বিঘ্ন হচ্ছে। ফলে রোগীর প্রমাণপত্র-সাপেক্ষে দেড়শো টাকার বিনিময়ে এই কার্ড সংগ্রহ করতে পারবেন রোগীর স্বজনরা। কার্ডটি ফেরত দিলে টাকা ফিরিয়ে দেয়া হবে।