বড়লেখা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ২ মাস ধরে চেয়ারম্যান উধাও
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৫, ৭:৪৭:২২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলুকে ২৪ মার্চ থেকে কর্মস্থলসহ এলাকায় পাওয়া যাচ্ছে না। ইউপি চেয়ারম্যানের উধাওয়ের ঘটনায় সেবাগ্রহীতারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন সনদ নিতে যাওয়া লোকজন সমস্যায় পড়েছেন। তবে, গ্রেফতার এড়াতে গোপনে তিনি আমেরিকায় পলায়ন করেছেন বলে এলাকায় গুঞ্জন চলছে।
এর আগে গত বছরের জুনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিধি বহির্ভুতভাবে তিনি আমেরিকা গমণ করেন। প্রায় ৩ মাস পর দেশে ফিরে কর্মস্থলে যোগদান করে যথারীতি বেতন-ভাতা উত্তোলন করলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নেয়নি।
জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলু ২৪ মার্চ থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। ভুক্তভোগিরা ইউনিয়ন পরিষদের গিয়ে তাকে না পেয়ে মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
বৃহস্পতিবার সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কাজে আসা লোকজন ভিড় করেছেন। কোনো নাগরিক জরুরি কাজে গত দুই মাসের মধ্যে ১০/১২ বার গিয়েও তাকে পাননি। পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যগণ ও ইউপি সচিবও চেয়ারম্যানের অবস্থানের ব্যাপারে লোকজনকে কোনো সদুত্তর দিচ্ছেন না। ভুক্তভোগি এনাম উদ্দিন জানান, মেয়ে ফাতেমা বেগমকে শিশু ওয়ানে ভর্তি করাতে গিয়ে জন্মনিবন্ধনে দেখেন স্ত্রীর নামে সামান্য ভুল। জন্মনিবন্ধনে স্ত্রীর নাম সংশোধনের জন্য আবেদন করেছেন। কিন্তু একাধিকবার ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে না পাওয়ায় তা সংশোধন করতে পারছেন না। এতে মেয়ের ভর্তির কার্যক্রম ঝুলে আছে। শুধু এনাম উদ্দিন নয়, প্রতিদিন অসংখ্য ভুক্তভোগি বিভিন্ন সমস্যায় ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে না পেয়ে হয়রানি ও ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু ইউনিয়ন পরিষদকে না জানিয়ে রেজুলেশন ছাড়াই ২৪ মার্চ থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত। তার ফোনও বন্ধ। জন্মনিবন্ধনের নিবন্ধক আইডি চেয়ারম্যানের হাতে থাকায় অন্য কেউ তা করতে পারেন না। সেবাগ্রহীতারা মারাত্মক সমস্যার সম্মুখিন। ১৬ এপ্রিল পরিষদ থেকে বিষয়টি ইউএনও’কে জানানো হয়েছে।
ইউএনও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ কোনো ছুটি নেননি। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন জানিয়ে ইউনিয়ন পরিষদ থেকে প্যানেল চেয়ারম্যান চিঠি দিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনে অবহিত করে জনদুর্ভোগ নিরসনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে নিবন্ধক মনোনিত করা হয়েছে।