ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৫, ৬:১০:২১ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকের বাগদাদ বেকারি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ও কেক এবং পাউরুটি জব্দ করা হয়েছে। রোববার দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, অভিযান চলাকালে দেখা যায় বাগদাদ বেকারিতে গামছা কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার এবং অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। বেকারি কর্মীদের হাতে নেই হ্যান্ড গ্লাভস ও মানা হচ্ছে না কোনও স্বাস্থ্যবিধি। পাশাপাশি মোড়কবিধিও মানা হয়নি। এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত কেক এবং পাউরুটি ৮ কেজি ৬৪০ গ্রাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়।