জমিয়তের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৫, ৭:৩৭:৩৭ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজার পৌর জমিয়তের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব উত্তর বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বিয়ানীবাজারস্থ জমিয়ত অফিসের নিচে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা মুজিবুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা. আব্দুল্লাহ এর পরিচালনায় মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের অর্থ বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা সাইফুদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হাসান, সদস্য সালেহ আহমদ, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমেদ, সমাজসেবী গোলাম রেজা তোফা, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি জাহিদ আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, মুল্লাপুর ইউপি সভাপতি রেজাউল করিম, পৌর ছাত্র জমিয়ত সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক সাদিকুর রাহমানসহ পৌর যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীলবৃন্দ।
পথসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর জমিয়ত সভাপতি মাওলানা মুজিবুর রাহমান। বিজ্ঞপ্তি