অজ্ঞাতনামা লাশের পরিচয় খুজঁছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৫, ৯:৪৭:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পড়ে থাকা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় খুঁজছে এসএমপির কোতোয়ালী মডেল থানা পুলিশ। অজ্ঞাতনামা লাশের বয়স অনুমানিক ২৫ বছর।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ২০ এপ্রিল সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানাধীন টিলাগাঁও রেললাইনের পাশে এক অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ২৫/২৬ বছর) পুরুষকে গুরুতর আহত অবস্থায় কুলাউড়া ফায়ার সার্ভিস উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই (নিঃ) মোঃ কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হন এবং পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শনিবার (২৬ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে পিবিআই সিলেটের একটি বিশেষ টিম ভিকটিমের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখনও তার নাম-ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃতদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।
উক্ত অজ্ঞাত ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার আত্মীয়স্বজনের সন্ধান জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নং- ০১৩২০-০৬৭৫৭৩ (ডিউটি অফিসার- কোতোয়ালী মডেল থানা) ও মোবাইল নং- ০১৭১২-৯২৭৭৪৮ এসআই (নিঃ) রূপক সরকার।