চা বাগান থেকে ভারতীয় চোরাই চিনি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৫, ৯:৪৭:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চা বাগান থেকে ভারতীয় চোরাই চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। রোববার সকালে নগরীর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামলগ্ন মালনীছড়া চা বাগান থেকে এসব চিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি টহল টীম রোববার সকালে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি চিনি ভর্তি ট্রাককে সন্দেহজনকভাবে সিগন্যাল দেন। পুলিশের সিগন্যাল অমান্য করে চালক ট্রাকটি দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাকটির পিছু ধাওয়া করলে চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এরপর তল্লাশী চালিয়ে ১২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। এসব চিনির আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা।