যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রবাসী নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরী মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৪:৪৬ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রবাসী ভাইয়েরা অগ্রনী ভুমিকা পালন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সিলেট-৪ আসনের উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি সোমবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে সিলেট-৪ আসনের প্রবাসী নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কবি সাহিত্যিক ও কলামিস্ট অধ্যাপক নুরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিরি বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা জাকি মোস্তফা টুটুল, সাবেক উপদেষ্টা মোশাহিদ হোসেন, বিবিসিআই ডাইরেক্টর মিজানুর রহমান মিজান ও সদস্য সেলিম সিদ্দিকী।
কমিউনিটি ব্যক্তিত্ব সোলেমান ইউসুফ রাহীর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সূচীত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোাঃ আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেচডল বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আবু তায়েফ ও কমিউনিটি নেতা এখলাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিবিসিআই পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি