সুনামগঞ্জে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫, ৭:১৫:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মেহেদী হাসান, ইয়াহিয়া, আলমগীর হোসেন, বেলাল ও পিয়াল প্রমুখ। বক্তারা বলেন, এইচএসসি পাশের পর পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা করতে হয়। পড়াশোনা শেষে ৬ মাস ইন্টার্নশীপ শেষ করে আবারও নার্সিং পরীক্ষায় পাশ করতে হয়। এতো পড়াশোনা করে যে সনদ পাই সেটি এইচএসসির সমমান। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী-দাওয়া পূরণ হচ্ছে না। আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আন্দোলন চালিয়ে যাবো।