ছাতক পৌরসভায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫, ৭:১৩:১৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি :
প্রায় ২৭ বছর পর সুনামগঞ্জের ছাতক পৌরসভার রাজস্ব খাতভূক্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার পৌর সম্মেলনকক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম।
উদ্বোধন শেষে পৌরসভার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, স্টোর এন্ড লেজার ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, রিসিভিং এন্ড ইস্যুয়িং লেটারস এন্ড ম্যাটারিয়ালস, চাকুরীবিধি অনুযায়ী অসদাচরণ, কর্তব্য কর্মে অবহেলা, দন্ডের বিধান ও নিষ্পত্তির প্রক্রিয়া ও টিএ-ডিএ, মোটিভেশন ও সময়ানুভর্বিতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালিক, হিসাবরক্ষক কুলসুমা বেগম, কর নির্ধারক মো. শহীদুল হক মোল্লা, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া, সহকারী লাইসেন্স পরিদর্শক চন্দন কুমার বর্ধন, স্টোর কীপার অজিত কুমার দাস, মো. যুবরাজ মিয়া চৌধুরী, ইফতেহার আহমেদ, কনজারেভেন্সী সুপারভাইজার বিজয় পাল, টিকাদান সুপারভাইজার লাভলী ব্যানার্জী, সুইপার সুপারভাইজার সুব্রত হালদার, এম.এল.এস.এস পরিমল চন্দ্র দাস, নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষরিক মো: আসাদুজ্জামান, লোনা চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, নক্সাকার আজিজুল হক, কার্য-সহকারী ফজলুল হক, জুয়েল লাল রায়, মো. হোসাইন আহমদ, মিকচার মেশিন অপারেটর ফাহিম আহমেদ ইমন, বিদ্যুৎ লাইনম্যান শশাংক মালাকার, বিদ্যুৎ হেলপার রতন কুমার দাস, মো. আব্বাস উদ্দিন, বিদ্যুৎ লাইনম্যান সুদীপ চন্দ্র কর, শাহ মো. টিটু, ফটোকপি অপারেটর আমিনুর রহমান, টিকাদানকারী কুন্তলা রানী রায়, শিল্পী রানী দে, দানিয়া নিজামী জন প্রমুখ।