সুনামগঞ্জে সেতু নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫, ৭:১৪:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে সেতু ও কালভার্ট নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে কাজ বন্ধ রাখার দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে রাধানগর পয়েন্টে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক জিহান জোবায়ের বলেন, সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সড়কে দীর্ঘদিন ধরে ব্রীজ নির্মাণের কাজ হচ্ছে। সড়কের রাধানগর পয়েন্টেও একটি সেতু নির্মাণ হচ্ছে। এখানে এর আগে সেতু নির্মাণ হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের সময়কালে হওয়া ওই সেতু নির্মাণের সময়ও দুর্নীতি হয়েছিল। এ কারণে সেতুটি ভেঙে গেছে। গত বছর আবার নতুন করে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। সেই প্রকল্পের আওতায় রাধানগর পয়েন্টে আবারো সেতু নির্মাণ হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৭ কোটি টাকা। এই কাজ কয়েকদিন হয় শুরু হয়েছে, কিন্তু ইতোমধ্যে বিল উত্তোলন হয়েছে ১৮ কোটি টাকা। এছাড়াও এই প্রকল্পের তিনটি কালভার্টেও প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত কোটি টাকা। এর মধ্যে দুটি কালভার্টেও কাজ সম্পন্ন হয়েছে। এই দুটি কালভার্টের বিল উত্তোলন হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা।
আমরা বিভিন্নভাবে অনুসন্ধান করে জানতে পেরেছি, এখানে সর্বোচ্চ এক কোটি টাকার কাজ হয়েছে। তাহলে এই অতিরিক্ত ব্যয় কিভাবে ধরা হলো? এই টাকা লুটপাটের সঠিক তদন্ত হওয়া জরুরি। এলাকাবাসীর পক্ষে করা এই মানববন্ধন থেকে নির্মাণ কাজ বন্ধ রেখে আগামী সাত কার্যদিবসের মধ্যে পাসকৃত বিলের বিষয়ে সুষ্ঠ নিরীক্ষা করা, সকল অনিয়মের তদন্ত করা, কাজে অনিয়ম প্রমাণিত হলে বর্তমান ঠিকাদারের সাথে চুক্তি ও লাইন্সেস বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্তা নেয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মুহিত, রাধানগরের বাসিন্দা শফিনুর মিয়া, লালপুরের বাসিন্দা দেওয়ান আলী ও আবুল খায়ের।
ঠিকাদারের সাইট ম্যানেজার মো. সুবেল আহমেদ বলেন, নীতিমালা অনুযায়ী কাজ হচ্ছে। সড়ক ও জনপথের অফিসের কর্মকর্তারা নিয়মিত দেখভাল করছেন। এখানে কোন অনিয়ম হয় নি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ্ বলেন, এখানে সকল নীতিমালা অনুসরণ করে কাজ করা হচ্ছে। কেউ অনিয়ম করার সুযোগ নেই। তারা যে অভিযোগ করেছেন, সেগুলো আমাদের কাছে দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।