জকিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫, ৮:০০:৩০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
বিদেশ পাঠিয়েও শান্তি পাচ্ছেন না শাহিন আহমেদ। উল্টো বিচার শালিসে প্রতিপক্ষরা শাহিনগংদের উপর আক্রমণ করে ৪ জনকে আহত করে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শরিফাবাদ গ্রামে স্থানীয় চেয়্যারম্যানের বাড়িতে।
জানা যায়, উপজেলার শরিফাবাদ গ্রামের শওকত আলীর ছেলে শাহিন আহমদ একই গ্রামের প্রতিপক্ষ জুয়েল আহমদের সাথে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে এ নিয়ে এক শালিসি বৈঠক বসে। এতে কথা-কাটাকাটির এক পর্যায়ে জুয়েল আহমদ গংরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ৪ জন আহত হন। আহতরা হলেন- সালমান আহমেদ, শাহিন আহমেদ, শওকত আলী ও ফয়সল আলী। এর মধ্যে সালমান আহমেদ ও শাহিন আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক জানান, মামলাটি তদন্তাদীন রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।