কানাইঘাটে জামায়াতের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫, ৮:০৯:৪৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট অঞ্চলের অন্যান্য পাথর কোয়ারীর মতো কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর ইজারা স্থগিত করায় এবং কোয়ারী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনের সময় গত শনিবার কানাইঘাট থানার এক কনস্টেবলকে হেনস্থার ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে জামায়াতে ইসলামী কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা সোমবার বিকেল ৫টায় স্থানীয় মুলাগুল কান্দলা নয়াবাজারে অনুষ্ঠিত হয়।
লোভাছড়া বালু পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় ইউপি জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাও. আহমদ হোসাইনের সভাপতিত্বে ও শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল আলমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জামায়াতে ইসলামীর আমীর ক্বারী মাও. মাহবুবুর রহমান, জামায়াত নেতা হাফিজ মাও. আফতাব উদ্দিন, মোঃ শহিদুল্লাহ কাউছার চৌধুরী, মোঃ কামরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।