পরিবেশের মামলায় যুবদল নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫, ৯:৪৬:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন, চোরাচালানসহ নানা অভিযোগে গ্রেফতার সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে গ্রেফতার আবুল কাশেমকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। তিনি গোয়াইনঘাটের নলজুরী এলকার মৃত শামছুল হকের ছেলে।
পুলিশ সূত্র জানিয়েছে, জাফলংয়ে পাথর লুটে পরিবেশ অধিদপ্তরের মামলায় পলাতক আসামি ছিল আবুল কাশেম। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। একটি মামলায় তাকে গ্রেফতারে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ। তিনি জানান, গোয়াইনঘাট থানায় পরিবেশের মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।