অপ্রতিরোধ্য হকার!
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৫, ১২:১০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে হকাররা যেন দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। কোনোভাবেই যেন তাদের রাশ টেনে ধরা যাচ্ছে না। আগে সন্ধ্যার দিকে ফুটপাত ও রাস্তা দখল করে হকরারা বসলেও এখন দুপুর থেকেই ফুটপাত ও রাস্তা তাদের দখলে চলে যাচ্ছে। ফলে প্রায় সারাদিনই রাস্তায় তৈরি হচ্ছে যানজট, নোংরা হচ্ছে পরিবেশ। বিশেষকরে সবচেয়ে বেশি খারাপ অবস্থা নগরীর বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকার।
সরেজমিন শনিবার বিকেলে নগরীর বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় দেখা যায় নগরভবনের সামনে থেকে লালদীঘির পার পয়েন্ট পর্যন্ত ফুটপাত ও রাস্তার অর্ধেক হকারদের দখলে। চশমা, তালাচাবি ওয়ালা হকাররা বসেছেন ফুটপাতে আর তরি-তরকারি, শুটকি, মশলাপাতি নিয়ে ঝাপিতে করে হকাররা বসেছেন এর সাথের রাস্তায়। রাস্তার বাকি অংশে অবস্থান নিয়েছেন ভ্যান নিয়ে হকাররা। সব মিলিয়ে যানবাহন চলাচল তো দূরে থাক নির্বিঘ্নে মানুষ হাঁটারও অবকাশ মিলছে না এই সড়কে।
অপরদিকে কোর্ট পয়েন্ট থেকে মধুবন পর্যন্ত রাস্তার দক্ষিণ দিক প্রায় পুরোটাই হকাররা দখল করে নিয়েছেন। উত্তরদিকে কোর্ট পয়েন্ট থেকে সোনালি ব্যাংক পর্যন্ত অনেকটা স্থায়ী স্থাপনার মতো ত্রিপল-টেবিল নিয়ে বসেন হকাররা। এসব দোকানে তারা শার্ট-প্যান্ট, টি-শার্ট, বাচ্চাদের পোশাক ও জুতা বিক্রি করেন। সোনালি ব্যাংক থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পর্যন্ত ভ্যান, ঠেলাগাড়ি, ঝাপি ইত্যাদি নিয়ে যার যেরকম সুবিধা মালামাল নিয়ে বসেন তারা।
এতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই কয়েকঘণ্টা ছাড়া দিনের অন্যান্য সময় এই এলাকায় যানজট লেগে থাকে। এতে একদিকে যেমন যানচলাচলে অসুবিধা হচ্ছে অপরদিকে পথচারীদেরও নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝেমধ্যে সিসিক বা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চললেও তা দায়সারা গোছের বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বলেন হকারা কেন দিনদিন অনেকা অপ্রতিরোধ্য হয়ে উঠছেন তা যাচাই করা দরকার। মূল থেকে সমস্যা সমাধানের চেষ্টা না করলে অভিযান কেবল আইওয়াশই থাকবে, কোনো ফল আসবে না।