ডেভিলহান্টে সাবেক কাউন্সিলার ছাত্রলীগ নেতাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৫, ৮:৫২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পুলিশের ডেভিল হান্ট অপারেশনে সাবেক কাউন্সিলার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে ও শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকা, কাজলশাহ ও রিকাবীবাজার থেকে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ৩ জনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামী।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর আওয়ামী লীগ নেতা ও ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার দক্ষিণ সুরমার মোমিনখলার মৃত তমজিদ আলীর পুত্র আশিক আহমদ, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলার উমর আলীর ছেলে ওসমান আলী এবং নগরীর ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের তাহের আলীর ছেলে শফিকুর রহমান।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী, দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানায় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।