জৈন্তায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৫, ৮:৫৩:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। শুক্রবার (২ মে) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টায় সেনাবাহিনীর ১৭ এফআইও ইউনিটের গোয়েন্দা সৈনিকের তথ্যের ভিত্তিতে উপজেলার চিকনাগুল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযানে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে দায়িত্বরত ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা জব্দ করে। এসব বস্তায় আনুমানিক ৫০-৬০ কার্টন ভারতীয় কসমেটিক ছিলো। যার মধ্যে ৩ হাজার ২শত ৮৮ পিছ ভারতীয় ব্রান্ডের ভিটক্রিম ও ৪ হাজার ৩ শত ২০ পিস স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত কসমেটিক সমূহের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৪২ হাজার টাকা।
সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, জব্দ করা ভারতীয় চোরাই কসমেটিক সমুহ শনিবার (৩ মে) দুপুর ২টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।