হবিগঞ্জে ভারতীয় শাড়ি ও মাদক আটক বিজিবির
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৫, ৮:৫৫:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ভারতীয় শাড়ি ও মাদকের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক করা হয়।শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন, হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক মো. তানজিলুর রহমান।
বিজিবি জানিয়েছে , হবিগঞ্জ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যগণ জেলার চুনারুঘাটে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব শাড়ি ও মাদক আটক করেন। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দ পণ্যের মধ্যে রয়েছে, ৭১টি ভারতীয় শাড়ি, ৩০ বোতল মদ ও ৫ কেজি গাঁজা। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১৭ হাজার ৫শ টাকা।এসব শাড়ি ও মাদক বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।