শাবিতে অনুমোদন ছাড়া শিক্ষক নিয়োগ, ব্যাখা চেয়ে চিঠি ইউজিসির
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৫, ৯:৩২:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন ছাড়া শিক্ষক নিয়োগ দেওয়ায় ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। গত ২৯ এপ্রিল ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এই চিঠিটি পাঠানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ইউজিসির অনুমোদন ছাড়া শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে ইউজিসি জানতে পেরেছে। এর মধ্যে বাংলা বিভাগে ৩ জন, নৃবিজ্ঞান বিভাগে ১ জনের বিপরীতে ৩ জন, লোক প্রশাসন বিভাগে ১ জনের বিপরীতে ৫ জন এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ৩ জনের বিপরীতে ৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও প্রভাষক নিয়োগ বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. মো. সাজেদুল করিম বলেন, ‘নিয়োগগুলো এখনো সিন্ডিকেটে চূড়ান্ত হয়নি। আর যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। বিভাগগুলোর চাহিদার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। আমরা ইউজিসির চিঠির উত্তর নির্ধারিত সময়ের মধ্যে পাঠাব।’