সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ জ ম ওবায়দুল্লাহ’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ২:১৪:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য , চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর, কেন্দ্রীয় সাহিত্য -সংস্কৃতি বিভাগের সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শিশু সংগঠন কেন্দ্রীয় ফুল কুঁড়ি আসরের সাবেক পরিচালক ডক্টর আজম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ…. রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ১ম জানাজা আজ সকাল ১১ টায় চট্টগ্রামে অনুুুষ্ঠি হয়। এতে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মরহুমের ২য় জানাজা ভোলার চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ এশা অনুষ্ঠিত হবে।