মহাসড়কের দু’পাশ উঁচু করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে জমে থাকা পানিতে দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৬:২৫:০৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে দু’পাশ উঁচু করে নির্মাণ করা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। রাস্তার পানি যাতায়াত বন্ধ করে গড়ে উঠেছে ওয়ার্কশপ ও দোকানপাট। ফলে সর্বদাই মহাসড়কের উপর পানি জমে থাকে। ফলে রাস্তার স্থায়িত্ব নষ্ট হচ্ছে।
এমন দৃশ্য দেখা গেছে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রশাসনের কর্মকর্তারা যাতায়াত করলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার পর্যটক সাদাপাথর ভ্রমণে আসেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ভোলাগঞ্জ খেলার মাঠের পর থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তায় পানি জমে আছে। রাস্তার দু’পাশ উঁচু করে গড়ে উঠেছে ওয়ার্কশপ ও দোকানপাট। অনেক ওয়ার্কশপের মালামাল রাস্তার উপর রাখতেও দেখা গেছে। ফলে এই রাস্তার পানি নিষ্কাশন হচ্ছে না।
এই রাস্তায় যাতায়াতকারী কয়েকজন জানিয়েছেন বৃষ্টি হলে মহাসড়কে পানি সপ্তাহের উপরে জমে থাকে। আবার রোদে শুকিয়ে ধুলায় আচ্ছাদিত হয়ে যায়। রাস্তার দুপাশ উঁচু করায় ও মহাসড়ক ঘেঁষা পাথর ভাঙ্গার মেশিন থাকায় এমনটি হচ্ছে বলেও জানান তারা।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি জানান রাস্তার উপর পানি জমে থাকলে রাস্তার ২ পাশ ভেঙ্গে যেতে পারে। তাছাড়া রাস্তায় যে কোন সময় দুর্ঘটনাও হতে পারে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার জানান এ বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।