সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৬:৩০:২৭ অপরাহ্ন
সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসের আয়োজনে ২০২৫ সালের হজ যাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়ছে। রোববার নগরীর নাইওরপুলে একটি অভিজাত হোটেল মিলনায়তনে হজ যাত্রীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
হজের হুকুম-আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক স্কলার, এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রামের উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। এছাড়াও হজের ফরজ এবং ওয়াজিবসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদানসহ প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের দ্বায়ী ও কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্তাধিকারী ও চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল।
বক্তব্যে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্তাধিকারী মোতাহার হোসেন বাবুল জানান, এ বছরের হজ যাত্রার জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর মাধ্যমে মোট ৩২০ জন হজযাত্রী তাদের যাত্রা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর পক্ষ থেকে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হবে ১৪ মে। এবার সরাসরি সিলেট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট শুরু হবে।
সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের হজ ও উমরাহ সার্ভিসের ম্যানেজার মিয়া মোহাম্মদ রাসেল ও আব্দুল্লাহ এ মাসুমের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন আকাবা ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মতিউর রহমান ও মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমেদ শিহাব প্রমুখ। বিজ্ঞপ্তি