দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৬:৩২:৩৮ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের এক জরুরী সভা শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা ইমাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্র্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, ব্যবসায়ী সৈয়দ এহতেশাম হায়দার, ব্যবসায়ী শাহজাহান আহমদ ও পিয়ার হোসেন।
বক্তব্য রাখেন যুব ফোরামের সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম জিতু, সহ সভাপতি মো. রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবনেতা আরিফুল ইসলাম নাহিদ, মো. তাজ উদ্দিন, যুবনেতা ও আর্কিটেক্ট ডিজাইনার কাউসার বক্ত রাসেল, শিক্ষানুবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি