তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৭:৩১:৪১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে দারুল ইসলাম মডেল মাদ্রাসার (নুরানী) প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও উত্তর বড়দল ইউনিয়নে জামতলা (ফকির নগর) গ্রামের সাজিনুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার প্রতিদিনের মতো তার সহপাঠীদের সাথে সে মাদ্রাসায় আসে। সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই বিদ্যুতায়িত হয়। এতে তার হাত পা, কপাল ও শরীরে বিভিন্ন অংশ ঝলসে সেখানেই মৃত্যুবরণ করে।
দারুল ইসলাম মডেল মাদ্রাসার অধ্যক্ষ-মুফতি আব্দুর রাকিব শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে আছি। নিহতের লাশ উদ্ধার