বৌদ্ধ যুব পরিষদের শান্তি শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৮:০৩:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে রোববার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের আয়োজনে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ২৫৬৯ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া ও সাধারণ সম্পাদক দিলু বড়ুয়ার সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলাধীন পশ্চিম আধার মানিক সার্বজনীন সম্বোধি বিহারের অধ্যক্ষ সুপ্রিয়ানন্দ থের এবং মধ্যম আধার মানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শরনানন্দ ভিক্ষু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূণ্যভুমির সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ও সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার।
আলোচনা সভা শেষে একটি শান্তি শোভাযাত্রা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে শুরু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ শেষে আবারো কেমুসাসে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ এর আহবায়ক তপন কান্তি বড়ুয়া মান্না, উদযাপন পরিষদ এর যুগ্ম আহবায়ক অংশু মারমা, সচিব অধ্যাপক বরন চৌধুরী,উপদেষ্টা সাধন কুমার চাকমা, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া ও অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি