ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফলাফল
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৮:০৯:৫৮ অপরাহ্ন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর রোববারের খেলায় মেঘনা সুপার জায়েন্টসকে হারিয়ে পদ্মা প্লাটুন ৬ রানে বিজয়ী হয়। পদ্মা প্লাটুন বনাম মেঘনা সুপার জায়েন্টস এর মধ্যকার ১য় ম্যাচের প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন পদ্মা প্লাটুন এর খেলোয়াড় সায়েম আহমদ (১৭ বলে ৫৬ রান)। প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা প্লাটুন স্বত্বাধিকারী মোঃ আব্দুল কাদির। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান, পারভেজ আহমদ, খালেদ আহমেদ খালেদ, আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি ও গোলাম কিবরিয়া।
২য় ম্যাচে বাসিয়া টাইটানসকে ২৬ রানে হারিয়ে কুশিয়ারা সুপার কিংস বিজয়ী হয়। ২য় ম্যাচের প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন বাসিয়া টাইটানস এর খেলোয়াড় নবাব (৬২বলে ১০৪ রান)। উক্ত প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাদ এন্ড কোং ম্যানেজিং ডিরেক্টর নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের।
আজকের খেলা: ১ম ম্যাচ (সকাল ০৯.৩০ টা, সিলেট জেলা স্টেডিয়াম) : পদ্মা প্লাটুন বনাম যমুনা ওয়ারিয়স। ২য় ম্যাচ (বেলা ০১.৩০ টা, সিলেট জেলা স্টেডিয়াম) : সুরমা গ্ল্যাডিয়েটর্স বনাম কুশিয়ারা সুপার কিংস। বিজ্ঞপ্তি