মেঘালয়ে কারফিউ, তবুও থেমে নেই চোরাচালান
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৮:২৫:৫০ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: ভারতের মেঘালয় রাজ্যজুড়ে রাত্রীকালিন কারফিউ জারির পরও জৈন্তাপুর সীমান্ত দিয়ে অব্যাহত রয়েছে ভারতীয় চোরাচালান। অপরদিকে বিজিবিও মাঝেমধ্যে আটক করছে চোরাই পথে আসা ভারতীয় পণ্য।
বিশেষকরে কালিঞ্জিবাড়ী, জালিয়াখলা, নয়াগ্রাম, বাইরাখেল, গোয়াবাড়ী, কমলাবাড়ী, টিপরাখলা, ফুলবাড়ী, ঘিলাতৈল, লালাখাল, ডিবির হাওর, কেন্দ্রি, কেন্দ্রি হাওর, মিলাটিলা, ছাগল খাউরী, আদর্শগ্রাম, বাননঘাট, শ্রীপুর, মোকামপুঞ্জি, শান্তিমাইর জুম, মোকামবাড়ী ও নলজুরীসহ অন্তত ৩০টি সীমান্ত পথ দিয়ে প্রতিনিয়ত প্রবেশ করছে গরু-মহিষ, কসমেটিক্স, ভারতীয় শাড়ি, আমদানী নিষিদ্ধ নাছির বিড়ি, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মোবাইল ফোন, লেহেঙ্গা, চকলেট, ওষুধ, টাটা গাড়ির যন্ত্রাংশ, চিনি, সুপারী, নিম্নমানের চা, সুপারী ও মাদকদ্রব্য ও মোটরসাইকেল।
স্থানীয়রা জানান, প্রতিরাতে কারফিউ জারি থাকলেও সীমান্তের ওপার থেকে চোরাচালান প্রবেশ বন্ধ হয়নি। গোপনে সক্রিয় রয়েছে সংঘবদ্ধ কয়েকটি চক্র। তারা আইনের চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য দেশের বাজারে ঢুকিয়ে দিচ্ছে। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সীমান্তর্তী এলাকাগুলো বিস্তির্ণ অঞ্চল হওয়ায় নজরদারিতে আমাদের নানান বিড়ম্বনা হচ্ছে। তবে আমরা চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছি।
অপরদিকে সীমান্তবাসীদের দাবি চোরাচালান রোধে শুধু রাতের কারফিউ যথেষ্ট নয়, প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি, স্থায়ী বিজিবি ক্যাম্প এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো। সীমান্ত অঞ্চলে চোরাচালান রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানান তারা।