কমলগঞ্জ ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৮:৩০:০৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে স্কিল শিখন প্রতিষ্ঠানের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ১ দিনের ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল ইসলাম ও কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু।
ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন স্কিল প্রতিষ্ঠানের সিইও মো ইমাজ উদ্দিন, এম.ডি নূর নবী পাবেল, ইন্সট্র্রাক্টর রাধী চৌধুরী, ইন্সট্রাক্টর মোঃ দুলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।