শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সেমিনার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৮:৫৯:১৪ অপরাহ্ন
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মুফতি শামীম মজুমদার বলেছেন, বর্তমান বিশ্বে মুসলমানরা চতুর্মুখী ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমাদের বর্তমান ও নতুন প্রজন্মকে সভ্যতা ও সংস্কৃতিগতভাবে বিপথগামী করার চেষ্টা করা হচ্ছে। তাদের মন মস্তিষ্কে ইসলাম বিরোধী ধ্যান ধারণা ও ইসলাম বিরোধী আকিদা বিশ্বাসের বীজ বপন করা হচ্ছে। এছাড়া নতুন প্রজন্মকে ইসলাম বিরোধী ভূমিকায় অবতীর্ণ করা হচ্ছে। ফিলিস্তিন, কাশ্মীরসহ বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা চরমভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোর মত কোন শক্তি নেই। চতুর্মুখী এ সংকট থেকে উত্তরণের জন্য আমাদের নিজেদের আত্মগঠনের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ‘একুশ শতাব্দিতে মুসলিম উম্মাহ সংকট নিরসন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জামিয়া কাসিমুল উলুম হযরত শাহজালাল রহ. মাদ্রাসা সিলেটের শায়খুল হাদিস শায়খ মাহমুদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক। মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ। আলোচনা পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেটের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দরগা জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজদ আহমদ, জামিয়া দারুল হুদা সিলেটের নাইবে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা কারী সিরাজুল ইসলাম, হযরত শাহজালাল দারসুন্নাহ ইয়াকবিয়া কামিল মাদ্রাসা সুবহানিঘাট সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, মারকাজুল উলুম লন্ডনের পরিচালক ড. মাওলানা শোয়াইব আহমদ, কাজিরবাজার মাদ্রাসা সিলেটের মুহাদ্দিস শাহ মমশাদ আহমদ, আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী হারুনুর রশিদ প্রমুখ।
সেমিনার পরিচালনা করেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের সভাপতি হাফেজ মাওলানা কারী বদরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মুফতি জামিল আহমদ মাসরুর ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহ শরীফ। বিজ্ঞপ্তি