ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিত সিন্ধু চুক্তি
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৯:২৫:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে চলা সংঘাতের পর শনিবার দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও পারমাণবিক শক্তিধর দেশ দু’টির সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকছে। শনিবার দুই দেশের চারটি সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সিন্ধু নদ ও তার উপনদীগুলোর পানি বণ্টন করে থাকে। পাকিস্তানের কৃষিক্ষেত্রের ৮০ শতাংশের পানির জোগান চুক্তিটির ওপর নির্ভর করে।
গত মাসে ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত এবং এর প্রতিক্রিয়ায় চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
তবে ভারতের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান এবং বলেছে, তারা এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি হলেও অচল অবস্থায় রয়ে গেছে সিন্ধু পানিচুক্তি। াকিস্তানের পানি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘সিন্ধু পানি চুক্তি যুদ্ধবিরতির আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না।’ ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।’
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের পানি মন্ত্রণালয় এবং তথ্যমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিরোধ মিটানোর ইচ্ছা প্রকাশ ট্রাম্পের: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কাশ্মীর নিয়ে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ মিটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। দুই দেশের নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, দুই দেশ একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র এই শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে পেরে গর্বিত। মার্কিন প্রেসিডেন্ট কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা এক বার্তায় ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক ও বীরোচিত বলে অভিহিত করেন। তিনি লেখেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অটল নেতৃত্ব যেভাবে বুঝেছে যে আরও আক্রমণ চালানো বিপর্যয় ডেকে আনতে পারত, তা থেকে সরে আসার জন্য যে প্রজ্ঞা ও ধৈর্য তারা দেখিয়েছে, তা প্রশংসনীয়। তিনি আরও লেখেন, লাখ লাখ নিরীহ মানুষ মারা যেতে পারত! এই সাহসী পদক্ষেপের মাধ্যমে আপনাদের নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এই শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ট্রাম্প বলেন, এই ঐতিহাসিক ও বীরোচিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
যদিও এই আলোচনায় কাশ্মীর ইস্যু সরাসরি অন্তর্ভুক্ত ছিল না, তবে ট্রাম্প বলেন, আমি দুই দেশের সঙ্গে কাজ করব, যাতে হয়তো ‘বহু বছরের’ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কাশ্মীর সমস্যার সমাধান আনা যায়। তিনি আরও লেখেন, ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে অভিনন্দন-ভালো কাজের জন্য ঈশ্বর আশীর্বাদ করুন!
ট্রাম্প একই সঙ্গে জানান, তিনি পাকিস্তান ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা করছেন এবং দুই দেশকেই মহান রাষ্ট্র বলে উল্লেখ করেন। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি আকস্মিক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সম্ভাব্য সংঘাত রোধে সহায়ক হয়।
তবে, এই চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ইসলামাবাদ এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়, আজকের ঘোষিত যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানে আনন্দ মিছিল: ভারত-পাকিস্তানের মধ্যে টানা চারদিন লড়াই শেষে শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর আনন্দমিছিল শুরু হয়েছে পাকিস্তানে। রোববার সকালে রাজধানী ইসলামাবাদ ছাড়াও- লাহোর, করাচি, মুলতান, হায়দারাবাদসহ দেশটির বিভিন্ন শহরে আনন্দ শোভাযাত্রা বের করেছেন হাজার হাজার পাকিস্তানি। খবর দ্যা ডনের।
দ্যা ডনের খবরে বলা হয়, শনিবার ভোরে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে যথাযথভাবে জবাব দেওয়ার পর পাকিস্তানের মানুষ আনন্দে ফেটে পড়ে। মার্কিন হস্তক্ষেপের পর যুদ্ধবিরতি ঘোষণার পর তারা পাকিস্তানের সেনাবাহিনীর বিজয় উদযাপন করেছে।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি পাকিস্তানের বিলম্বিত প্রতিক্রিয়া নিয়ে মানুষ সন্দিহান ছিল এবং আক্রমণাত্মকভাবে উপযুক্ত প্রতিক্রিয়ার জন্য অনুরোধ করেছিল। তবে, সেনাবাহিনী ‘বুনিয়ান-উম-মারসুস’ শুরু করার ঘোষণা দেওয়ার পরে এবং ভারতীয় সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে একটি শক্তিশালী এবং সু-সমন্বিত সামরিক অভিযান শুরু করার পরে সব সন্দেহ দূর হয়ে যায়।
পাকিস্তান সেনাবাহিনী যখন বেরিয়ে এসে বলে যে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত নিরীহ শিশুদের রক্তের প্রতিশোধ নিয়েছে, তখন জনগণ সেনাবাহিনীর কামানের ট্রাকের ছবি শেয়ার করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকে।
মার্কিন হস্তক্ষেপের পরে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সব আইন প্রয়োগকারী সংস্থা, বেসামরিক প্রতিরক্ষা এবং উদ্ধার পরিষেবাগুলিকে উচ্চ সতর্কতায় থাকতে বলেছে।
নাগরিকদের প্রতিরক্ষা স্থাপনার অবস্থান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির চলাচল সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কোনও ভিডিও বা ছবি পোস্ট না করার জন্য অনুরোধ করেছেন।
নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে, বাড়িতে থাকতে এবং বেসামরিক প্রতিরক্ষা কর্তৃক জারি করা সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরিফ এই মতামত প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও, পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।
অপারেশন ‘সিঁদুর’ এখনো শেষ হয়নি: পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে শুরু করা অপারেশন ‘সিঁদুরের’ অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে এ কথা জানিয়েছে ভারতের বিমান বাহিনী। রোববার দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্স পোস্টে লিখেছে, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী।
জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। অভিযান এখনো চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী জল্পনা-কল্পনা এবং তথ্য যাচাই না করা সংবাদ প্রচার না করার অনুরোধ করেছে।