মানুষ দুর্নীতিমুক্ত সমাজ চায় : চরমোনাই পীর
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৯:৩২:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম চরমোনাই বলেছেন, মানুষ দুর্নীতিমুক্ত একটি সমাজ চায়। স্বাধীনভাবে বসবাস করতে চায়। মানুষ তার অধিকার নিশ্চিত করতে চায়। এই অধিকার এবং শান্তির জন্য যুগে যুগে মানুষ লড়াই করেছে।আপনারা দেখেছেন দুইদিন আগে পাকিস্তান-ভারতের মধ্যে লড়াই হয়েছে। এর আগে পাকিস্তানের সাথে আমাদের দেশের মানুষ লড়াই করেছিল। তার আগে বৃটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা স্বাধীন হতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র চাই। যেখানে চাঁদাবাজ থাকবেনা, বৈষম্য থাকবেনা, দুর্নীতিবাজ থাকবেনা, ধর্ষক থাকবেনা। মানুষ তার স্বাধীনতা পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে। দেশের মা-বোনেরা ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে।রোববার বিকেল ৫ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামি সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক নুরুল ইসলাম, পৌর জামাাতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ইসলামি আন্দোলনের নেতা মাওলানা মাহফুজুর রহমান সজিব, জুলাই ওয়ারিয়র্স সুনামগঞ্জ সভাপতি ফয়সল আহমেদ, গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আব্দুল বারী সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহদী হাসান সাকিব প্রমুখ।