চৌকিদেখীতে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৯:৩৯:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। রোববার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর চৌকিদেখী এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস স্টেশন তালতলার সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ। তিনি বলেন, তাৎক্ষনিকভাবে অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি পেট্রোল পাম্পের বিপরীত পাশের ৪টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ ৪টি দোকান হলো, তাকওয়া স্টোর, অন্নপূর্ণা ভ্যারাইটি স্টোর, তুষার এন্টারপ্রাইজ এবং অর্কিড জেনারেল স্টোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, অগ্নিকান্ডে কেউ আহত হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার বেশী হবে।