বড়লেখায় ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বন্ধ বিদ্যুৎ সরবরাহ
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৯:৫২:৫৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। গাছপালা উপড়ে বিদ্যুতের ১১ খুঁটি ভেঙ্গে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে। সকাল থেকে বিদ্যুৎহীন অধিকাংশই এলাকা। বিদ্যুৎহীন এলাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।রোববার ভোর ৫ দিকে উপজেলার বিভিন্ন স্থানে দমকা বাতাস, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ে ১১ টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়া অনেক মিটার নষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচন্ড ঝড়ে উপড়ে পড়েছে সহস্রারাধিক গাছপালা, বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বিদ্যুতের খুটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর-দোকানপাট।
সরেজমিনে দেখা যায়, বিদ্যুতের খুঁটি ওপর বিশাল আকৃতির গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয় লোকজন সেচ্ছাশ্রমে গাছ কেটে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন। একাধিক স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে ও মূল সঞ্চালন লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়-তুফানে গছপড়ে বাড়ি-ঘর ও দোকানের চালায় ছিদ্র হয়ে গেছে।
পল্লীবিদ্যুৎ সমিতির বড়লেখা যোনাল অফিস জানিয়েছে, উপজেলার উপর দিয়ে ভোরে প্রচন্ড ঝড় বয়ে যায়, এতে একাধিক স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে ও মূল সঞ্চালন লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ লাইন ঠিক করতে মাঠ কর্মীরা কাজ করছেন। ভেঙে যাওয়া খুটি সরিয়ে নতুন খুটি বসানো হচ্ছে। রাতেই কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন চালুকরা হবে। আশা করছি কাল সোমবার দিনের মধ্যে উপজেলা ব্যাপী বিদ্যুৎ সঞ্চালন লাইন চালুকরা যাবে।