বজ্রপাতে চার জেলায় ১০ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ১০:০৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১১ মে) হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হবিগঞ্জে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জে ১ জন রয়েছেন। জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টার দিকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগওে রোববার বিকেলে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
অপরদিকে রোববার দুপুরে আকস্মিক বজ্রপাতে কিশোরগঞ্জের সদর উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) ও কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫) মারা যান। আহত হয়েছেন জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।
এছাড়া ধান কাটার সময় রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে মো. কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।