শ্রীমঙ্গলে পিএফজির সম্প্রীতি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৬:৩০:৫৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে পরিচালিত বহুদলীয় প্ল্যাটফর্ম ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’ শ্রীমঙ্গলের উদ্যোগে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিএফজি শ্রীমঙ্গলের সদস্য ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, পিএফজি সদস্য মাওলানা এম এ রহিম নোমানী, দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ এবং সাংবাদিক নূর মোহাম্মদ সাগর প্রমুখ।
সমাবেশে বিভিন্ন দল, মত ও ধর্মের প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।