বড়লেখায় কিশোরীকে যৌন নির্যাতনে যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৬:৩৪:৪৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বাথরুমে ঢুকে কিশোরীর (১৩) শ্লীলতাহানীর ঘটনায় রাজন আহমদ নামক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে মনতৈল গ্রামের জাবেদ আলীর ছেলে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার পূর্ব দোহালিয়া গ্রামের আব্দুল আজিজের বাড়িতে বেড়াতে যায় তারই ভাগ্নিজামাই রাজন আহমদ (২৬)। আব্দুল আজিজের কিশোরী মেয়ে প্রকৃতির ডাকে বাথরুমে ঢুকলে লম্পট রাজন আহমদ সেখানে গিয়ে যৌন হয়রানি করে। কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। এঘটনায় যৌন হয়রানির শিকার কিশোরীর বাবা আব্দুল আজিজ থানায় মামলা করলে রাতেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রাজন আহমদকে গ্রেফতার করে।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, কিশোরীকে যৌন হয়রানীর অভিযুক্ত আসামিকে রোববার রাতে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।