এয়ারপোর্ট থানা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৬:৩৭:৫০ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহমদুল হক উমামা বলেছেন, জমিয়ত ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন। দারুল উলুম দেওবন্দের রাজনৈতিক প্লাটফর্ম। ১৯১৯ সালে ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার লক্ষ্যে সর্বস্তরের উলামায়ে কেরাম ও ইসলামপ্রিয় তাওহীদী জনতার সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠন জমিয়ত এই উপমহাদেশ তথা পুরো বিশ্বে ইসলাম ও মানবতার পক্ষে লড়াই করে আসছে।
রোববার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের আওতাধীন এয়ারপোর্ট থানা শাখার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা আহবায়ক রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহনাফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ আবু হানিফ সাদি, সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, আল হাতিম ছাত্র সংসদের সেক্রেটারি মাসুদ আহমদ, মহানগরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সালিম, কোতোয়ালি থানার সভাপতি গোলাম রহমান খান রাওয়াহা প্রমুখ। বিজ্ঞপ্তি।